আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা প্রেমী আর অন্যের মাতৃভাষাকে সম্মান করা মানুষদের জানাই শুভেচ্ছা আর ভালোবাসা! আপনারা মানুষের মত মানুষ হয়েছেন😌! আর কথায় কথায় বাংলাটা ঠিক আসেনা বলে নিজেকে কুল ভাবা কিম্বা অন্যের ভাষার ওপর নিজেদের ভাষা চাপিয়ে দেওয়া মানুষদের উদ্যেশ্যে বলি, আপনাদের চৈতন্য হউক☺!