বাজেট ছিল একদমই সামান্য। তাই এটুকুই কিনতে পারলাম গোটা মেলায়। আমার প্রিয় লেখকের প্রিয় উপন্যাসের পরের অধ্যায়! পড়ে মনে দুঃখ ছাড়া পাইনা কিছু, মনখারাপ মেলে খালি। তাও অগ্নিশিখার দিকে ধাবমান পতঙ্গের মতো ছুটে যাই আমরা! এমনি লেখার জাদু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর। সাথে বন্ধু আর বোনের জন্যও কিছু...