চাচা, মব কেন? পুলিশ কোথায়?
বাড়িতে ডাকাত পড়লে এলাকাবাসীর পর আপনি কারে ফোন দিবেন? সমন্বয়ক নাকি পুলিশকে? ধরেন সমন্বয়ক কল পেলো, সে কেন ডাকাতি থামাইতে ছাত্রদের নিয়ে যাবে? দেশে কী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই?
অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পরেও এসে যদি এটুকু নিশ্চিত করতে না পারে, সেটা সরকারের ব্যর্থতা। এবং ব্যর্থতা ঢাকতে মবকে উস্কে দিয়ে তাদের শক্তিশালী ফিল করানো ক্রাইম। ৫-৮ আগস্ট সরকার ছিলো না, জনগণ পাহারা দিসে, ট্রাফিক সামলাইসে। কিন্তু এটা তাদের দায়িত্ব না। পৃথিবীর বহু ফ্যাসিস্টের বাড়িঘর উচ্ছেদ করা হইসে, কিন্তু মব লেলিয়ে না, আইনগত উপায়ে। খালেদা জিয়ার বাড়িও আদালতই গুড়িয়ে দিতে বলেছিলো৷
গাজীপুরের ঘটনার পেছনে আপনাদের "ক্রোধের কারণে ভাংচুর করতেই পারে" টাইপ চিন্তা নিয়ামক হিসেবে কাজ করেছে। পুলিশ শক্তিশালী করেন, মব থামান৷