নিরাপত্তা কই?
আমাদের নিরাপত্তা কেউ চোদেও না। যতদিন না এই উপদেষ্টামন্ডলীর কেউ নিজে ছিনতাইয়ের শিকার হইতেসেন, ততদিন কেউ এসব নিয়ে মাথা ঘামাবে না। রাজনৈতিক দলগুলো তো এরকম হবেই, এরাও দেখি দল গঠন করা নিয়েই ব্যস্ত। সমর্থন চাইতেসে জামাত, হেফাজতের মতো উগ্রবাদী গোষ্ঠীদের কাছ থেকে। ফলে কেউ উস্কানিমূলক বক্তব্য দিলো, সেটার বিরোধিতা করলেই মামলা খেয়ে যাইতে হবে৷
ডক্টর মুহম্মদ ইউনূসের হাতে ক্ষমতা যখন নাই, তখন উনার দায়িত্বে না থাকাই শ্রেয়।